বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্যে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আজ থেকে ৮০ বছর পূর্বে দেশ থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির প্রাণী ‘নীল গাই’ এর দেখা পাওয়া গেছে। জানাগেছে, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এক সময় অবাধ বিচরণ ছিল নীলগাইয়ের।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ১৯৪০ সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে নীলগাই দেখা গিয়েছিল। বনাঞ্চল উজাড় হওয়া, বসবাসের পরিবেশ হারানো, খাদ্য সংকট ও শিকারীর অবাধ শিকারের কারণে পরিবেশে প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে কমতে এক সময় নীলগাইয়ের নাম উঠে বিলুপ্তর তালিকায়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান নেপাল এবং যুক্তরাষ্ট্রে এখনো বিপুল সংখ্যক নীলগাই রয়েছে।
বিএনএনিউজ২৪.কম/ রুকন, আমিন