24 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » অপসারণ বা বদলি সংক্রান্ত প্রতারক চক্র থেকে সতর্ক থাকার নির্দেশ

অপসারণ বা বদলি সংক্রান্ত প্রতারক চক্র থেকে সতর্ক থাকার নির্দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ হতে গত ১৯ আগস্ট অধ্যাদেশের পরিপ্রেক্ষিতে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রগণ এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানগণকে অপসারণ করে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছে। একইসাথে প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার( (২০ আগস্ট) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বদলির কথা বলে কিছু প্রতারক চক্র অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে সর্তক থাকার জন্য বলা হয়েছে।

এই বিভাগের আওতাধীন সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে এমন প্রতারণায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িত না হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ