30 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে হল নির্মাণ কাজ বন্ধের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে

জাবিতে হল নির্মাণ কাজ বন্ধের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে

জাবিতে হল নির্মাণ কাজ বন্ধের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন ২২ নম্বর হলের কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। তাদের চাপে চলমান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে নির্মাণাধীন প্রতিষ্ঠান নূরানী কনস্ট্রাকশন।

রোববার (২১ আগস্ট) সরেজমিনে হল পরিদর্শন করে দেখা যায় সব কাজ বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। এর আগে শনিবার (২০ আগস্ট) হলের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের দুই ছাত্রলীগ কর্মী।

তারা হলেন-বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মুন্সী শাহেদ ইভান ও সরকার ও রাজনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী।

নূরানী কনস্ট্রাকশন কোম্পানীর ব্যবস্থাপক পরিচালক খোরশেদ আলম খোকন বলেন, আমাদের হল নির্মাণ কাজ শেষে দ্রুততার সাথে হস্তান্তরের কথা বলা হয়েছে। সেই মাফিক আমরা কাজ করে যাচ্ছিলাম। কিন্তু এর আগে গত মাসের ২১ তারিখে হলের শিক্ষার্থীদের পড়ার সমস্যা হচ্ছে বলে শহীদ রফিক জব্বার হলের কয়েকজন এসে আমাদেরকে কাজ বন্ধ রাখতে বলে। গতকাল আবার ইভান এবং তানভীর এসে কাজ বন্ধ রাখার জন্য বলে। আমরা আমাদের উর্ধ্বতন প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত শহীদ রফিক জব্বার হলের ছাত্রলীগ কর্মী মুন্সী শাহেদ ইভান বলেন, ‘আমি এবং তানভীর গেছিলাম। সাধারণ শিক্ষার্থীদের হয়ে কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছি। আমার তো কোনো এখতিয়ার নাই হলের কাজ বন্ধ করে দেওয়ার। আমাদের হলের শিক্ষার্থীদের কিছু দাবি আছে। সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা দুইজন আমাদের দাবিগুলো জানাতে গেছিলাম। তবে আমরা হলের কাজ বন্ধ করিনি।’

ছাত্রলীগ কর্মী তানভীর সিদ্দিকী বলেন, ‘আমি তো হলের কাজ বন্ধ করার কেউ না। আমি এ বিষয়ে তেমন কিছু জানিও না। তবে শুনেছি নির্মানধীন হলের কাজ করার শব্দে শিক্ষার্থীদের পড়াশোনায় অসুবিধা হয়। এজন্য শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদের দাবি জানিয়েছে।’

এদিকে অভিযোগ রয়েছে হলটির ছাত্রলীগ কর্মীরা নানা সময়ে নির্মাণাধীন হলের কাজ বন্ধ করেন এবং সংশ্লিষ্ট কোম্পানীকে আলোচনার টেবিলে বসার জন্য চাপ প্রয়োগ করেন। এর আগে নির্মাণাধীন ২২ নং হলের পাশেই আরো দুটি হল ২০ ও ২১ নং এর নির্মাণ প্রতিষ্ঠান হাসান এন্ড সন্স এর ব্যবস্থাপক পরিচালকের সাথে দূর্ব্যবহার করেন এবং কাজ বন্ধ রাখতে বাধ্য করেন ছাত্রলীগ কর্মীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু তারা ছাত্রলীগের প্রতিনিধি হয়ে সেখানে কাজ বন্ধ করেনি। বরং হলটির সিনিয়র হিসেবে তারা সেখানে গিয়েছিলো। তবে যদি তারা ছাত্রলীগের প্রতিনিধি হয়ে সেখানে গেছে এটা বলে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘প্রজেক্ট ম্যানেজার আমাকে জানিয়েছেন শহীদ রফিক জব্বার হলের দুজন ছাত্র কাজ বন্ধ রাখতে বলছেন। আমি জানার সাথে সাথে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট সমাধানের জন্য আমাদের হল নির্মাণের কাজ শীঘ্রই সমাপ্ত করার চেষ্টা চলমান রয়েছে। এর মধ্যে কোনো ধরনের বাধার মুখোমুখি হলে আমরা নির্ধারিত সময়ে হল হস্তান্তর করতে পারবো না। তাতে বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্থ হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘কাজ বন্ধ করার কথা আমি শুনেছি। সাথে সাথে প্রক্টরকে বলেছি এ ব্যাপারে ব্যবস্থা নিতে এবং কোনোভাবে যেনো কাজ বন্ধ না থাকে।’

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ