বিএনএ, বিশ্ব ডেস্ক : দেশে অবস্থানরত তালেবান বিরোধি আফগানরা খুব বিপদে রয়েছেন। সরকারি বেসরকারি চাকুরিজীবী বিশেষত মহিলারা। যে যেভাবে পারছেন দেশ থেকে পালানোর জন্য অস্থির হয়ে আছেন।
শুক্রবার(২০আগস্ট) পাকিস্তান দূতাবাস ৩৫০জন বিদেশি, আফগান ও পাকিস্তানিকে একটি বিশেষ বিমানে কাবুল থেকে দেশে পাঠিয়েছে। কাবুল বিমান বন্দর এখন মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে।
কাবুল বিমান বন্দরের পাশে এখনও কয়েক হাজার মানুষ বিদেশ পাড়ি দিতে অবস্থান করছে। কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরে কমার্শিয়াল ফ্লাইট অপারেশন বন্ধ রয়েছে।
গত রোববার কাবুল দখল করেছে তালেবান সদস্যরা।
বিএনএনিউজ২৪, জিএন