বিএনএ, চট্টগ্রাম : সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার(২১ জুলাই) তার লাশ উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে লাশটি পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে শরীর থেঁতলানো, মুখে আঘাতের চিহ্ন ছিল।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন এ তথ্য নিশ্চিত করেন।
বিএনএ/ ওজি