বিএনএ, ডেস্ক : গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে আসা অন্তত ৬৭ জন ফিলিস্তিনেকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি এ তথ্য জানায়।
এমন বর্বর হামলার কারণ জানাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল তারা। এতেই প্রাণহানি। এর আগে শনিবার দখলদার সেনার গুলিতে অন্তত ৩৭ জন ফিলিস্তিনির প্রাণ গেছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, তাদের ২৫টি ট্রাকের একটি বহর ইসরায়েল থেকে প্রবেশ করে এবং চেকপয়েন্ট পার হওয়ার পরপরই ক্ষুধার্ত বেসামরিক মানুষের বিশাল ভিড়ের মুখে পড়ে, যারা পরে গুলিবর্ষণের শিকার হয়।’
জাতিসংঘ বলেছে, গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছেন এবং জরুরি ভিত্তিতে মৌলিক পণ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন।
গাজার বাজারগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র নেই, আর খাদ্যদ্রব্যের দাম এতটাই বেড়ে গেছে যে ২৩ লাখ মানুষের পক্ষে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে উঠেছে।
জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, তারা পুরো গাজার জন্য যথেষ্ট খাদ্য মজুত রেখেছে মিসরের সীমান্তে, কিন্তু ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে সেগুলো প্রবেশ করতে পারছে না।
বিএনএ/ ওজি