বিএনএ,ফেনীঃ মুজিববর্ষ উপলক্ষে ফেনীতে তৃতীয় দফার দ্বিতীয় ধাপে ৪৩৩টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ৪ টি উপজেলাকে ভুমিহীন-গৃহহীন ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।এ উপলক্ষে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২২ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জায়গার দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল -হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহমদ ও সাবেক মেয়র হাজী আলাউদ্দিন।
সুত্রে জানা গেছে, ফেনী জেলার ৬টি উপজেলায় মোট ৪শ ৩৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।এরমধ্যে ফেনী সদর উপজেলায় ২২টি, সোনাগাজী উপজেলায় ২০০টি, ছাগলনাইয়া উপজেলায় ২টি, দাগনভূঞা উপজেলায় ১৬৬টি, পরশুরাম উপজেলায় ১৯টি, ফুলগাজী উপজেলায় ২৪টি রয়েছে। এ পর্যায়ে ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করে।
এ চার উপজেলার ক্ষেত্রে উপজেলা টাস্কফোর্স কমিটি সর্বশেষ হালনাগাদকৃত ভূমিহীন-গৃহহীন পরিবারের তথ্য পর্যালোচনা করে ‘আপাতত নতুন কোন ভূমিহীন-গৃহহীন নেই’ মর্মে মতামত প্রদান করে এবং সংশ্লিষ্ট উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে বিবেচনার জন্য জেলায় প্রস্তাব প্রেরণ করে। জেলা টাস্কফোর্স কমিটি কর্তৃক সংশ্লিষ্ট উপজেলাকে ‘হালনাগাদ নিরূপিত তালিকামতে ভূমিহীন-গৃহহীনমুক্ত’ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাব প্রকল্প পরিচালক, আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর প্রেরণ করা হয়। আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় এর সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার এ চার উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।
বিএনএ/ এবিএম নিজামউদ্দিন, ওজি