19 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফিরে পাওয়ার আনন্দে মৌসুমী

ফিরে পাওয়ার আনন্দে মৌসুমী


বিনোদন ডেস্ক: পর্দায় অনিয়মিত হলেও দর্শকের হৃদয়ে নিয়মিত রাজত্ব করেন মৌসুমী। তবে ঢাকাই সিনেমার এই তারকাকে নিয়ে আলোচনা তুঙ্গে চলে আসে গেল জুন মাসে। জায়েদ খান-ওমর সানির দ্বন্দ্ব সামনে আসতেই আলোচনা বৃত্ত তৈরি করতে থাকে মৌসুমীকে কেন্দ্র করে।

ঘটনার শুরুতে মুখে কুলুপ এঁটে থাকলেও পরে সামজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মৌসুমী। একসময় সানি-জায়েদ ইস্যু চাপা পড়ে গেলেও এই তারকা ইঙ্গিতপূর্ণ পোষ্টের ইতি টানেননি।

মঙ্গলবার (১৯ জুলাই) ইনস্টাগ্রামে ফের একটি পোস্ট দিয়েছেন মৌসুমী। নিজের বিষন্ন বদনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘হারিয়ে যাওয়া কোনোকিছু ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম।’

তবে কী ফিরে পেয়েছেন, তা স্পষ্ট করেননি মৌসুমী। এমন প্রশ্ন অনুরাগীরাও করেছেন মন্তব্যের ঘরে গিয়ে। কিন্তু সেখানেও সাড়া দেননি এই অভিনেত্রী।

এদিকে চলতি মাসে ব্যক্তিগত বিপর্যয় কাটিয়ে কাজে ফিরেছেন মৌসুমী। নির্মিতব্য ‘সোনার চর’ চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানি, জায়েদ খান প্রমুখ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ