24 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আনোয়ারায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আনোয়ারায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার (২১ জুন) উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দীন।

এসময় অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশীদ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, ইউপি সদস্য উম্মে সাজিয়া আক্তার, শ্রমিকলীগ নেতা আয়ুব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী পৌঁছে দেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মরত মোহাম্মদ মহিউদ্দিন রুবেল।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ