26 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » বৃষ্টিতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল নারীর

বৃষ্টিতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল নারীর

বৃষ্টিতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল নারীর

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে পড়া একটি বৈদ্যুতিক খুঁটির স্পর্শে এক নারীর মৃত্যু হয়েছে। তিনদিন আগে একইভাবে বৃষ্টির জমা পানিতে বিদ্যুতায়িত তারের স্পর্শে দুজনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২০ মে) গভীর রাতে নগরীর চকবাজারের মেহেদীবাগ আবাসিক এলাকায় এক নম্বর গলিতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত জান্নাতুল ফেরদৌস (৪৫) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ সিরাজের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নেওয়া লোকজন জানিয়েছেন, গত (মঙ্গলবার) রাতে বৃষ্টিতে ওই এলাকায় পানি জমে গিয়েছিল। এতে সড়কের ধারে একটি বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

জান্নাতুল ফেরদৌস ওই এলাকা দিয়ে যাবার সময় বৈদ্যুতিক খুঁটিটির স্পর্শে গুরুতর আহত হয়ে সেখানে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এর আগে, গত রোববার (১৮ মে) সকালে নগরীর চকবাজার থানার এম এম আলী রোডের বশরভিলায় বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত তারের স্পর্শে দুজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ