29 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - মে ২১, ২০২৫
Bnanews24.com
Home » দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা


বিএনএ, ঢাকা: মানবিক করিডোর ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।বুধবার (২১ মে) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে।মানবিক করিডোর দেওয়া নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে এ বিষয়ে তিনি খোলাসা করবেন।

সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোর বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন।

এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। ৪ মে বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ‍্যানেল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ চবি নিরাপত্তা প্রধানের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে মিয়ানমারে ‘করিডোর’ নিয়ে কোনো আলোচনা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের প্লট বরাদ্দে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল বেঁচে থাকা অবস্থায় গুণী মানুষের মূল্য বোঝে না সমাজ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের না দিতে হাইকোর্টে রিট রাউজানে প্রবাসী হত্যার পলাতক আসামি গ্রেপ্তার বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ১১৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন