18 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ১০

মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ১০


বিএনএ বিশ্বডেস্ক : মেক্সিকোতে একটি কার রেসিং শোতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে।

রোববার (২১ মে) আলজাজিরা জানায়, শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার-শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় পৌর সরকার জানিয়েছে।

এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। ৯১১ তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া দুইটার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।

মিউনিসিপ্যাল ​​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেডক্রস সহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে অবস্থা করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ