29 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিস্তিনিদের বিভক্ত করতে ইসরায়েলি কৌশল ব্যর্থ !

ফিলিস্তিনিদের বিভক্ত করতে ইসরায়েলি কৌশল ব্যর্থ !

ফিলিস্তিনিদের বিভক্ত করতে ইসরায়েলি কৌশল ব্যর্থ

বিএনএ, বিশ্ব ডেস্ক: গাজায় টানা ১১দিন স্থল হামলা ও বিমানে বোমা বর্ষন চালিয়েছে ইসরায়েল।শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে গাজার শাসক হামাস ও ইসরায়েলের মধ্যেকার অস্ত্রবিরতি।

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার অস্ত্রবিরতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বিভক্ত করতে ইসরায়েল সরকারের কৌশল ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরা।

তেলআবিব থেকে স্কাইপির মাধ্যমে আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে আকিভা এলদার বলেন, আমি মনে করি গাজা উপত্যাকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তি সৃষ্টির ইসরায়েলি কৌশল বহু বছরের মধ্যে এই প্রথম ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরাইল ঠিক মতই আরবদের বিরুদ্ধে প্রতিষেধক দিতে শুরু করেছিল।আমি মনে করি ইসরায়েলের সংখ্যা গুরু ও সংখ্যালঘুদের মধ্যেকার কোন অস্ত্রবিরতি নেই।

এই অস্ত্র বিরতির কারণে নেতানিয়াহুকে সমর্থনকারী ডানপন্থী দলগুলো খুবই অসন্তুষ্ট।প্রধানমন্ত্রী তাদের সমর্থন হারাতে পারেন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ