26 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » যে কারণে রাতেও কমছে না তাপমাত্রা

যে কারণে রাতেও কমছে না তাপমাত্রা

পাখা

এ মাসে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার পূর্বাভাস থাকলেও, এরইমধ্যে এই সীমা অতিক্রম হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। আর রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় শনিবার ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে এদিন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা যান। এবার গরমের ধরনটা এমন যে, রাতেও দিনের মতোই তাপমাত্রা অনুভব হচ্ছে। একদমই কমছে না গরমের তীব্রতা।

চরমভাবাপন্ন আবহাওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, এই সময়টাতে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি আছে। সেই সাথে ভারী বৃষ্টিপাতও হয়নি। যার ফলে দিন ও রাতে গরমটা একই রকম অনুভূত হচ্ছে। সাধারণত বছরের এই সময়ে পশ্চিমা লঘুচাপের প্রভাবে একটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। এতে রাজশাহীর পশ্চিম দিকটায় বড় ধরনের মেঘের সৃষ্টি হয়। ধীরে ধীরে এটি পশ্চিম থেকে পূর্ব দিকে আসে এবং টানা দুই থেকে তিন দিন এ মেঘের কারণে বৃষ্টি হয়। কিন্তু এবার এখনও পর্যন্ত বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি।

আবহাওয়াবিদ বজলুর রশীদ আরও জানান, সাধারণত এ ধরনের পরিবেশ মার্চ-মে মাসের মধ্যে দুই থেকে তিন বার সৃষ্টি হয়ে থাকে। কিন্তু এ বছর এটির ব্যতিক্রম ঘটেছে। ফলে মার্চ মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও এপ্রিলে তা একদম কমে গেছে। এ সময়ের মধ্যে সে রকম পশ্চিমা লঘুচাপেরও সৃষ্টি হয়নি যাতে ভারী বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। রাতেও কমছে না গরমের তীব্রতা। আর দেশের বিভিন্ন জায়গায় যেমন, সিলেট বা চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হওয়ায় বৃষ্টিপাতের পর দুই থেকে ছয় ঘণ্টা আবহাওয়া ঠান্ডা থাকলেও আবার গরম অনুভূত হচ্ছে।

এ ছাড়া পশ্চিম দিকে অর্থাৎ কলকাতা, আসাম বা মধ্যপ্রদেশে তাপমাত্রা অনেক বেশি থাকে। এবার সেভাবে পশ্চিমা লঘুচাপ সৃষ্টি না হওয়ায় এই তাপ আমাদের দেশে চলে আসে। এতে তাপমাত্রা দ্রুত বেড়ে যায় বলেও জানান তিনি।

দেশের বেশিরভাগ জায়গায় সহসা বৃষ্টির সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অফিস। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও তাতে উত্তাপ কমবে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ