18 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারায় রোকসানা আক্তার(৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা হাজীগাওঁ খেজুরিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হাজীগাওঁ থেকে রোকসানা আক্তার নামে এক গৃহবধূকে তার স্বামী ও অজ্ঞাতনামা ২/৩ নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত্যু খবর নিশ্চিত হয়ে নিহতের স্বামী ও স্বজনরা মরদেহ রেখে হাসপাতাল থেকে পালিয়ে যাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ জানান, রাতে এক মহিলাকে নিয়ে আসেন তার স্বজনরা। এর আগেই তার মৃত্যু হয়। মৃত্যু খবর পুলিশকে জানানো হলে ওই মহিলার স্বজনরা মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়।

নিহতের ছোট বোন রাজিয়া সুলতানা বলেন, আমার বোনের স্বামী পেশায় একজন রিকশা চালক। তিনি বিগত ৫/৬ মাস যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বোনকে মারধর করত। রাত সাড়ে ১১টার সময় বোনের শ্বশুরবাড়ির এক লোক আমাদের জানান আমার বোন মারা গেছে‌‌ । সংবাদ পেয়ে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পায়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মুহাম্মদ হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ভিকটিমকে মারধর করে হত্যা করা হয়েছে।

বিএনএ/নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ