বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার বৈরাগ ও বারশত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ভোলা মাঝির বাড়ির আবদূর রহিম (৫৩) এবং বৈরাগ ইউনিয়নের আব্দুস সালাম বাড়ীর মো. সোহেল।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিএনপির মিছিলে হামলা মামলার দুই আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ