24 C
আবহাওয়া
৯:৩৭ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » জাপান বাংলাদেশ ইপিএ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ ইপিএ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি

ঢাকা: জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রির(জেবিসিসিআই) উদ্যেগে  ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট (ইপিএ) বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ক স্টাডি রিপোর্ট এর ওপর এক সেমিনার বৃহস্পতিবার(২১ মার্চ ২০২৪) ঢাকায় অনুষ্ঠিত হয়।

জাপান দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সেমিনারে  প্রধান অতিথি ছিলেন  ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত  মি. ইওয়ামা কিমিনোরি(Iw ama Kiminori).  স্বাগত বক্তব্য রাখেন জেবিসিসিআই এর প্রেসিডেন্ট মি.Myungho Lee. JBCCI, JETRO এবং JCIAD যৌথভাবে এ সেমিনারের  আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড.মাশরুর রিয়াজ।

জেবিসিসিআই এর নির্বাহী পরিচালক মো.এমরান এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রাণালয়ের এডিশনাল সেক্রেটারি (হেড অব এফটিএ), মি. নূর উদ্দিন মো. মাহবুবুল হক, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য, এডিশনাল সেক্রেটারি বাবু অভিজিত চৌধুরী।

বক্তব্য রাখেন জেটরো(JETRO) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মি. Yuji Ando। প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন জেবিসিসিএল এর ইপিএ সেকশনের চেয়ারম্যান আসিফ এ চৌধুরী।

সেমিনারে সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জেবিসিসিআই এর সেক্রেটারি মি. আনোয়ার শহীদ।

https://bnanews24.com/21/03/2024/322751/
বিএনএ নিউজ

সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইপিএ বাংলাদেশ এবং জাপান উভয় দেশের জন্য উইন-উইন পরিস্থিতি তৈরি করবে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নয়নে ইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’ বাংলাদেশের যেহেতু ২০২৬ সালে এলডিসি উত্তরণ ঘটবে সুতরাং এর আগে ইপিএ সম্পাদন করতে হবে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

অন্যান্য বক্তাগণ মূল প্রবন্ধ এর ওপর আলোচনা করেন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ক স্টাডি রিপোর্ট এর ১৭টি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতামত তুলে ধরেন।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ