বিএনএ ডেস্ক: হৃদয় নিংড়ানো ভালোবাসা আর পরম মমতায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউসেপ বাংলাদেশ। ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চট্টগ্রাম নগরীর অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের অধীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও প্রভাতফেরির আয়োজন করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ কালজয়ী গানে প্রাণের সুর ছড়িয়ে চলা প্রভাত ফেরিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় ইউসেপ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ আলম, এবং প্রশাসনিক নেতাসহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিনের অন্যান্য বিশেষ আয়োজনের মধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশের চেতনা বিষয়ক প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা।
বিএনএনিউজ২৪/ এমএইচ