21 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন


বিএনএ, ঢাকা : রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু।
সম্প্রতি প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমার উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন।’

তিনি আরও বলেন, নির্বাচনে আপনার বিজয় আপনার প্রশাসনের প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন।

তিনি বলেন, ‘আপনার পুনঃনির্বাচন নাইজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
নাইজেরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের দুই দেশ এবং জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র আবিষ্কারে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য নাইজেরিয়ার প্রস্তুতির বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই।’

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ