22 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » রাতে এমএম কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা

রাতে এমএম কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা

রাতে এমএম কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা

বিএনএ, যশোর: সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতা পরিচয়ে দুজন নেতা। এ সময় প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। হামলায় এক শিক্ষার্থী আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ত্রাসী চক্রের হোতা সাগর ওরফে টোকাই সাগর ওরফে ভাগ্নে সাগর নামে এক সন্ত্রাসী সোমবার রাতে নিজের লোকজন নিয়ে এমএম কলেজের ছাত্রদলের দুজন নেতা ও একজন সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা একাট্টা হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। বিক্ষুব্ধরা সন্ত্রাসীদের আস্তানায় ইটপাটকেল ছোঁড়েন। এলাকার স্থানীয় ছাত্রলীগ নেতা সাগর নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠে। ছাত্রলীগের নেতা পতিত সরকারের আমলে এমএম কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে সাগর আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আবারও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুরনো প্রভাব প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন। এমএম কলেজের পাশের হকার্স মার্কেটে আস্তানা গেড়ে সেখান থেকেই নানা অপকর্ম পরিচালনা করছেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, সোমবার এমএম কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ছাত্রদের ব্যাপক উপস্থিতি ছিল। রাতে সন্ত্রাসী ভাগ্নে সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রদলের দুজন নেতা ও একজন সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এরপর ছাত্ররা একট্টা হয়ে সাগরকে ধাওয়া করে। কিন্তু, কৌশলে পালিয়ে যান সাগর। সাগরের অনুসারীরা এ সময় পাল্টা হামলা চালানোর চেষ্টা করে। শিক্ষার্থীরা তা প্রতিহত করে হকার্স মার্কেটে সাগরের আস্তানায় হামলা চালায়। এ সময় কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং নানা স্লোগান দেওয়া হয়।

এ পরিস্থিতিতে রাত সাড়ে আটটার পর থেকে এমএম কলেজের উত্তর এলাকায় মানুষের চলাচল কমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। পরে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। সবার প্রচেষ্টায় রাত ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, কয়েকজন ছাত্রকে মারধর করেছে সন্ত্রাসী সাগর। তার প্রতিবাদে ছাত্ররা রাজপথে নেমেছেন, এমন সংবাদ শুনে তারা ঘটনাস্থলে হাজির হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছাত্রদের মধ্যে রোহান নামের একজন বিক্ষোভ করার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী সাগরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বের হয়ে আবার অপকর্মে লিপ্ত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট