23 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ৩৩ জন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ৩৩ জন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৩৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ফেল করা একজন জিপিএ ৫ পেয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশের বিষয়টি জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী এ বছর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২১২ জনের। একইসঙ্গে পুনর্নিরীক্ষণে সিজিপিএ পরিবর্তন হয়েছে ৯২ জনের।

গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছেন ৯ জন। ফেল করা ৩৩ জন শিক্ষার্থী পাস করেছেন, যাদের একজন এ ফলাফলে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। আবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে মোট নম্বর বেড়েছে কিন্তু জিপিএ গ্রেড পয়েন্ট বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১০২ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থী ১১০ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ