22 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ৩৩ জন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ৩৩ জন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৩৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ফেল করা একজন জিপিএ ৫ পেয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশের বিষয়টি জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী এ বছর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২১২ জনের। একইসঙ্গে পুনর্নিরীক্ষণে সিজিপিএ পরিবর্তন হয়েছে ৯২ জনের।

গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছেন ৯ জন। ফেল করা ৩৩ জন শিক্ষার্থী পাস করেছেন, যাদের একজন এ ফলাফলে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। আবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে মোট নম্বর বেড়েছে কিন্তু জিপিএ গ্রেড পয়েন্ট বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১০২ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থী ১১০ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র