23 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাশিয়া সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনে থাকা দেশটির নাগরিকদের দ্রুত আশ্রয়ের জন্য প্রস্তুতও থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার একদিন পর এই সতর্কতা এলো। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেন।

কিয়েভে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, “কিয়েভের মার্কিন দূতাবাস ২০ নভেম্বর (বুধবার) সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

মার্কিন নাগরিকদের সতর্ক করে তাতে আরো বলা হয়েছে, “বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।”

নিরাপদ আশ্রয়ের স্থানগুলো চিহ্নিত করা, বিমান সতর্কতা ঘোষণা করা হলে অবিলম্বে আশ্রয় নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ইউক্রেনীয় কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটির ধ্বংসাবশেষ থেকে সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ