31 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে রাত ১০টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

ববিতে রাত ১০টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

ববিতে রাত ১০টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে রাত ১০টার পর ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানের নিষেধাজ্ঞা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে রাবিতে আদিবাসীদের ‌র‌্যালী

নোটিশে বলা হয়, এত দ্বারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় রাত ১০ টার পর কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। ভিজিল্যান্স টিম (প্রক্টোরিয়াল বডি) যদি রাত ১০ টার পর কোনো বহিরাগতকে ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখে তাহলে তার বা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ