31 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিস্তিনিদের প্রোফাইলে ‘সন্ত্রাসী’ শব্দ, ক্ষমা চাইল ইনস্টাগ্রাম

ফিলিস্তিনিদের প্রোফাইলে ‘সন্ত্রাসী’ শব্দ, ক্ষমা চাইল ইনস্টাগ্রাম


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বায়োতে ‘সন্ত্রাসী’ উল্লেখ করার জন্য ক্ষমা চেয়েছে ছবি শেয়ারিং প্ল্যাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠান মেটা।

শুক্রবার (২০ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে মেটা জানিয়েছে, ‘অনুপযুক্ত আরবি অনুবাদের কারণে’ এ সমস্যা হয়েছে এবং তারা সমস্যাটির সমাধান করেছে।

মেটা আরও জানায়, ‘এ ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিন বা গাজার নাগরিকদের সমর্থনে পোস্ট দেওয়া কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, মেটা তাদের সেসব পোস্ট মুছে ফেলেছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের শুরু থেকেই মেটা ফিলিস্তিনিদের পোস্ট সেনসর করছে বলে অভিযোগ এসেছে। ফিলিস্তিনি সমর্থনকারী অ্যাকাউন্টগুলোকে শ্যাডো ব্যানিং বা কনটেন্ট ডিমোট করছে। অর্থাৎ ব্যবহারকারীরা পোস্ট করতে পারবে, কিন্তু অন্যরা তা দেখতে পারবে না বা অন্যদের ফিডে পোস্টগুলো যাবে না।

মেটা গত বুধবার এক ব্লগ পোস্টে বলেছে, ইসরায়েলে ও হামাসের যুদ্ধের শুরু থেকেই ‘ক্ষতিকর কনটেন্টের বৃদ্ধি চিহ্নিত করতে এবং এসব কনটেন্ট যেন না ছড়ায়’ এ জন্য কোম্পানি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মেটা কারও কণ্ঠ বন্ধ করেছে এমন কোনো প্রমাণও নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ