19 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাশিয়ায় গ্রেপ্তার রেডিও ফ্রি ইউরোপের নারী সাংবাদিক

রাশিয়ায় গ্রেপ্তার রেডিও ফ্রি ইউরোপের নারী সাংবাদিক

সাংবাদিক

বিশ্ব ডেস্ক: বিদেশি এজেন্ট হিসেবে নাম নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) এর সম্পাদক আলসু কুরমাশেভা রাশিয়ায় আটক হয়েছেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কুরমাশেভা জরুরি পারিবারিক প্রয়োজনে গত ২০ মে রাশিয়া যান বলে জানায় আরএফই/আরএল।

আরএফই/আরএল এর তাতার-বাশকির সার্ভিসের সম্পাদকদের একজন কুরমাশেভা পারিবারিক কাজ শেষে রাশিয়া ছাড়তে তার ফিরতি ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। সে সময়ে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। রুশ কর্তৃপক্ষের কাছে তার মার্কিন পাসপোর্ট নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় তাকে জরিমানাও করা হয়েছিল।

রাশিয়ার পক্ষ থেকে ১৮ অক্টোবর দেওয়া এক ঘোষণায় কুরমাশেভার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে নিজের পাসপোর্ট নিবন্ধন না করার অভিযোগ আনা হয়েছে বলেও জানায় রেডিওটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ