18 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » সাজেকে আবারো সড়ক দুর্ঘটনা, আহত ১২

সাজেকে আবারো সড়ক দুর্ঘটনা, আহত ১২


বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হন।  বৃহস্পতিবার  (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে সাজেক ইউনিয়নের হাউজ পাড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি মাচালং বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে। এতে ১২ জন আহত হন। কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফিটনেস বিহীন গাড়ি ও বেপরোয়া অদক্ষ চালকদের কারণে এমন দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা বারবার হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না তাদের অভিযোগ।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, বারবার এমন দূর্ঘটনা দুঃখজনক। দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল (বুধবার) একই জায়গায় সড়ক দুর্ঘটনায় একজন পর্যটক নিহত হন এবং পাঁচ জন আহত হন।

বিএনএ/কাইমুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ