23 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » কালুরঘাটে নতুন সেতুর অনুমোদন আগামী মাসে- রেল সচিব

কালুরঘাটে নতুন সেতুর অনুমোদন আগামী মাসে- রেল সচিব

কালুরঘাটে নতুন সেতুর অনুমোদন আগামী মাসে- রেল সচিব

বিএনএ, চট্টগ্রাম: নতুন কালুরঘাট সেতু নির্মাণে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, আগামী অক্টোবর মাসে নতুন সেতুর প্রকল্পটি অনুমোদিত হলে অফিসিয়াল কিছু কাজ শেষে ২০২৫ সালে টেন্ডার প্রক্রিয়া করে ২০৩০ সাল নাগাদ সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে কালুরঘাট রেলসেতু এলাকা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাপান-কোরিয়ার প্রকল্প গুলো সাধারণত তাদের নিদিষ্ট সময়ে শেষ করা হয়, সেহেতু নতুন সেতু নির্মাণ কাজ স্বাভাবিকভাবে ২০৩০ সালে সম্পন্ন হবে। চলমান সেতুর সংস্কার কাজ পরিদর্শনকালে নানন্দিক ওয়ার্কওয়েসহ সবকয়টি কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কালুরঘাটে নতুন সেতুর অনুমোদন আগামী মাসে- রেল সচিব
রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসার সাথে সাক্ষাৎ করেন। 

এসময় রেলের চট্টগ্রাম পূর্বাঞ্চলের জি এম নাজমুল ইসলাম বলেন, রেলের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম-দোহাজারী লাইনের রেলটি বন্ধ রয়েছে। আশা করি অচিরেই এ রেলটি চলাচল শুরু হবে।

তিনি আরও বলেন, আগামী ১ মাসের মধ্যে সেতুর চলমান সংস্কার শেষে রেলের পাশাপাশি গাড়ী চলাচল করবে।

এসময় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ