24 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

সাতকানিয়ায়

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): সাতকানিয়ায় বেশি দামে পণ্য বিক্রির অপরাধে দুই দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার দেওয়ান হাট বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অর্থদণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হল— মেসার্স বিসমিল্লাহ ষ্টোর ও ভাই ভাই ষ্টোর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ২৪, এসএমএনকে, জিএন

Loading


শিরোনাম বিএনএ