19 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় ইটবাহী মাহিন্দ্র ট্রলির দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ভান্ডারী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার সাব্বির (১৪) ও রাকিব (২৪)। দু’জন ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

এক মিনিটেরও বেশি সময় ধরে ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

তিনি বলেন, রাত দেড়টার দিকে শম্ভুগঞ্জের দিক থেকে ইটবাহী মাহিন্দ্র ট্রলি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভান্ডারী মোড় এলাকায় যেতেই পিছন দিক থেকে একটি লরিকে চাপা দেয়। লরি উল্টে দুই শ্রমিকের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও রাকিব মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই মো. রেজাউল বলেন, এই ঘটনার পর ট্রাক ও ট্রলি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান, বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ