24 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলসিঙ্কি সময় বিকেলে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সেখানে অবস্থানকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

১৯৭৪ সালে জাতিসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুসরণ করে অন্যান্য বছরগুলোর মতো এবারও বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

ভাষণে বিশ্বশান্তি, নিরাপদ অভিবাসন, করোনার টিকার সুষম বন্টন, ফিলিস্তিনি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়  তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা চাইবেন তিনি।

অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বের পাশাপাশি বেশ কিছু সভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। সেইসঙ্গে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এর আগে গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ওইদিন বিকেলে ফিনল্যান্ডের রাজধানী  হেলসিঙ্কিতে পৌছেন তিনি। সেখানে দুই দিনের  যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু