25 C
আবহাওয়া
৪:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রণালয়ের এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার (২০আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। পদত্যাগ পত্রে উপাচার্য ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে পদত্যাগ করেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইউম। আজ রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বেলা ১১টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে পক্ষে বিপক্ষে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে উপাচার্যের পক্ষে অবস্থানকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

বিএনএ, রবিউল, ওজি/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ