24 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » শেরশাহ সাংবাদিক হাউজিংয়ে ওয়াসার পানি সরবরাহে কার্যকর ব্যবস্থার নির্দেশ

শেরশাহ সাংবাদিক হাউজিংয়ে ওয়াসার পানি সরবরাহে কার্যকর ব্যবস্থার নির্দেশ

চট্টগ্রাম ওয়াসার বোর্ড মিটিং

চট্টগ্রাম: চট্টগ্রামের শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে ওয়াসার পানি সরবরাহ করার ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক মো জাহাঙ্গীর আলম।

তিনি সাংবাদিক হাউজিং সোসাইটিসহ নগরীর যেসব এলাকায় মানুষ পানি সংকটে রয়েছে, সেই সব এলাকায় পানি প্রাপ্তি নিশ্চিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায় দায়িত্ব পালনের আহবান জানান।

সম্প্রতি ওয়াসা বোর্ডের ৭৬তম সভায় চেয়ারম্যান অধ্যাপক মো জাহাঙ্গীর আলম এই নির্দেশ দেন। ওয়াসা ভবনস্থ বোর্ড রুমে অনুষ্ঠিত সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় বিবিধ প্রস্তাবে বিএফইউজে প্রতিনিধি শহীদ উল আলম শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে ওয়াসার পানি প্রাপ্তির ব্যাপারে চেয়ারম্যান, এম ডি সহ বোর্ড সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় ওয়াসা এম ডি বলেন, শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে পানি সরবরাহের ব্যাপার ওয়াসা খুবই আন্তরিক। এজন্য ইতোমধ্যে উক্ত সোসাইটিতে ওয়াসার পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সভায় ওয়াসার ৭৫ তম কার্য বিবরণী অনুমোদন এবং উক্ত সভার সিন্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে বোর্ড সদস্যদের অবহিত করা হয়।

সভায় বোর্ড সদস্য, (যুগ্ম সচিব) হাসান খালেদ ফয়সাল, মোহাম্মদ জহুরুল আলম, সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, প্রকৌশলী মোহাম্মদ হারুন, কাউন্সিলর আফরোজা কামাল, এডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান, ডা. শেখ মোহাম্মদ শফিউল আজম, প্রকৌশলী জাফর আহমদ সাদেক ও ওয়াসার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রেসরিলিজ।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ