31 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » খাঁচা বন্দি বন্যপ্রাণীর মুক্তির দাবিতে আন্দোলন

খাঁচা বন্দি বন্যপ্রাণীর মুক্তির দাবিতে আন্দোলন

খাঁচা বন্দি বন্যপ্রাণীর মুক্তির দাবিতে আন্দোলন

বিএনএ ডেস্ক: বন্যপ্রাণী খাঁচায় বন্দি করা অমানবিক। বন্দি প্রাণীর মুক্তির দাবিতে প্রতীকী আন্দোলনে নেমেছেন সাংবাদিক ও পরিবেশকর্মী হোসেন সোহেল। তিনি বলেন, পাখি বা বন্যপ্রাণী খাঁচায় বন্দী করা যাবে না, নিষ্ঠুর আচরণ করা যাবে না। টাকার বিনিময়ে এই অবলা প্রাণীগুলোকে আর নির্যাতন নয়।

শনিবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নিজেকে খাঁচায় বন্দী করে প্রতিবাদ শুরু করেন তিনি। সোহেল জানান, খাঁচায় বন্দী সকল বন্যপ্রাণীর মুক্তির দাবিতে আগামী তিন দিন টানা খাঁচায় নিজেকে বন্দী রাখবেন তিনি।

বন্যপ্রাণী খাচায় পোষা অনেকে আভিজাত্যের পরিচয় ভাবেন। তবে বন্যপ্রাণীদের খাঁচায় বন্দী করে রাখা অমানবিক উল্লেখ করে সোহেল বলেন, সারা বিশ্বে যখন চিড়িয়াখানা, খাঁচায় বন্দীর কনসেপ্ট চেইঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে হবে না কেন?

সকল প্রাণীর নিজের মতো করে বাঁচার অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকার আদায়ে সোচ্চার অথচ তাদের অধিকার ক্ষুণ্ণ করি। নিরীহ অবলা প্রাণী কখন কী প্রয়োজন সে তা বলতে পারে না। তাকে খাঁচায় বন্দী করে কেন এই অমানবিক উল্লাস?’

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ