24 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গ্যাস সংকটে বন্ধ সিইউএফএল

গ্যাস সংকটে বন্ধ সিইউএফএল


বিএনএ, চট্টগ্রাম :  গ্যাস সংকটের কারণে  চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০টা থেকে এই কারখানার উৎপাদন বন্ধ করা হয়।

বুধবার দুপুরে সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মইনুল হক  গণমাধ্যমকে জানান,  , গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ চালু করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সিইউএফএল কারখানা পুরোপুরি সচল রাখতে প্রয়োজন ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ কারখানায় দৈনিক এক হাজার মেট্রিক টন অ্যামোনিয়া এবং ১২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ