বিএনএ, চট্টগ্রাম : মাত্র ১৪ দিন আগে মায়ের গর্ব থেকে পৃথিবীতে এলো ঝর্ণা। এরি মাঝে নবজাতকটিকে ফেলে পালালো মা-বাবা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জন্ম নেয়া শিশুটির পাশে বাবা মা না থাকলেও শিশুটির সবধরনের দায়িত্ব নিয়েছে রোগী কল্যাণ সমিতি।
ঘটনা রোববার (১৮ জুলাই) দুপুরের। ওইদিন দুপুরে চিকিৎসার দোহায় দিয়ে নবজাতকটিকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন তার বাব জসিম উদ্দিন। ঠিকানা দেন খাগড়াছড়ি। এরপর থেকে শিশুটির বাবা ও মায়ের কোনো হদিস পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, নবজাতকটিকে পরম মমতায় আগলে রেখেছেন ওয়ার্ডের নার্স ও চিকিৎসকরা। সব ধরনের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন রোগী কল্যাণ সমিতি।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছাম্মৎ তাহমিনা আক্তার জানান, গত ১৮ জুলাই দুপুরে চট্টগ্রাম মেডিকেলের শিশু সার্জারি ওয়ার্ডে জসিম উদ্দিন তার কন্যা শিশুকে খাগড়াছড়ির ঠিকানা দিয়ে ভর্তি করেন।
শিশু সার্জারি বিভাগের ওয়ার্ড ইনচার্জ শাহিন সুলতানা বলেন, শিশুটির হাত ও পায়ে জন্মগত ক্রুটি আছে। সেজন্যই হইতো মা-বাবা লাপাত্তা হয়েছেন।
শিশু সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ডা. তানজিল ফরহাদ জানান, শিশু ঝর্ণা এখন পুরোপুরি সুস্থ আছেন। তবে হাত এবং পায়ে জটিলতা থাকলেও সার্জারি করে তা দূর করা সম্ভব।
এদিকে, শিশুটিকে দত্তক নিতে ইতোমধ্যে অনেকেই চট্টগ্রাম মেডিকেলে আবেদন করেছে বলে জানা গেছে।
বিএনএনিউজ/জেবি