27.6 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - মে ২০, ২০২৫
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড


বিএনএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। মামলা চলাকালে সাইফুল ইসলাম নামের আরও এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হায়দার আলীর ছেলে খাজা মিয়া, মোহাম্মদ বসু, মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল, মৃত মজিবর সেখের ছেলে মোজাহিদ, আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ও সাঘাটা থানার নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।

মামলার নথি সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকার বাইপাইল আড়তে বিক্রি করতেন। ২০১৭ সালের ১০ আগস্ট দুপুর আড়াইটার দিকে ট্রাকভর্তি সবজি নিয়ে রওনা হন। পরদিন রাত ১২টার দিকে একটি নম্বর থেকে জানানো হয় নাজমুলকে গাজীপুরের চন্দ্রা থেকে অপহরণ করা হয়েছে। তার মুক্তি পেতে ৫০ হাজার টাকা লাগবে। ১২ আগস্ট সকাল সাতটায় স্ত্রী রাবেয়ার নম্বরে একটি বিকাশ নম্বর পাঠানো হয়।

এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বগুড়া মহাসড়কের রুপসী বাংলা খাবার হোটেলের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
রাত ১টার মধ্যে রাজধানীসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বুধবার শুরু হচ্ছে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনের নামে নতুন গেজেট গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে হাইকোর্টের রুল খালেদা জিয়াকে মুর্খ বলার প্রতিবাদ করে চাঁদাবাজি মামলায় জেলহাজতে যুবদল নেতা রাজশাহীর দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার গত ১৫ বছর দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা অবশেষে চবি’র মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট ২৩ ঘন্টা পর ভেসে উঠলো শঙ্খনদীতে নিখোঁজ যুবকের মরদেহ