40 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম হজ্ব ফ্লাইটে সৌদিআরবে যাচ্ছেন ৪১৯জন

প্রথম হজ্ব ফ্লাইটে সৌদিআরবে যাচ্ছেন ৪১৯জন

প্রথম হজ ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে রবিবার

বিএনএ, ঢাকা: ৪১৯ হজযাত্রী নিয়ে রবিবার ভোর ৩টা২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে ঢাকার প্রথম হজ ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাবার জন্য প্রস্তুত রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন ।
২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেন।বাসস

বিএনএনিউজ২৪,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ