15 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » রেহাই পাচ্ছে না প্রতিবন্ধী, সন্তান সম্ভাবা নারী ও শিশু

রেহাই পাচ্ছে না প্রতিবন্ধী, সন্তান সম্ভাবা নারী ও শিশু

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলা থেকে ররেহাই পাচ্ছে না ফিলিস্তিনি প্রতিবন্ধী, সন্তান সম্ভাবা নারী ও শিশুরাও। 

রেহাই পাচ্ছে না প্রতিবন্ধী, সন্তান সম্ভাবা নারী ও শিশু

বিএনএ বিশ্ব ডেস্ক :  ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি প্রতিবন্ধী, সন্তান সম্ভাবা নারী ও শিশুরাও।  মর্গে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে ওমর সালহা (৩১) ভাই, ভাবি ও ভাতিজির অকাল মৃত্যুর জন্য বিলাপ করছিলেন। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, আমার পঙ্গু বড় ভাই( আয়াদ সালহা) কী করেছিল ? হুইল চেয়ারে বসেছিল। ১৪  বছর ধরে সে হাঁটতে পারে না। সন্তান সম্ভাবা ভাবির কী দোষ। যিনি দু মাস পরেই সন্তানের জম্ম দিতেন। আর তিন বছরের ভাতিজি কী অপরাধ করে ছিল যে, তাকে নির্দয়ভাবে হত্যা করা হল।

Israeli air raid kills disabled man, pregnant wife, child

বুধবার দুপুরে পরিবারের তিন সদস্য দুপুরের খাবার খাওয়ার জন্য বসছিলেন। খাবারও প্রস্তুত। এমনি সময় আয়াদ সালহা(৩৩) এর বসত ঘরের উপর আঘাত হানলো বর্বর জাতির রাষ্ট্র ইসরায়েলের রকেট লাঞ্চার। মুহুর্তেই তাদের তিন রুমের ঘর বিধ্বস্ত ও পরিবারের তিন সদস্যই ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।ঘটনাটি ফিলিস্তিনের মধ্য গাজা উপত্যাকায়।

বিএনএনিউজ২৪/এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ