14 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » অভিনয় ছাড়তে চান কাজল!

অভিনয় ছাড়তে চান কাজল!

কাজল

বিনোদন ডেস্ক: নতুন তারকাদের মধ্যে বেশি পারিশ্রমিক নেওয়া দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তার ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন । গত বছরের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই নায়িকা। বিয়ের এক বছর না পেরুতেই অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে মুখ খুললেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত এ নায়িকা বিয়ের পর গৌতম কিচলু ও তার পরিবারের কাছ থেকে অভিনয়ের বিষয়ে অনেক সাপোর্ট পেয়েছেন। যার  জন্য অভিনয় চালিয়ে যাওয়া সহজ হয়েছে। কিন্তু কাজল জানেন না আর কতদিন অভিনয় করবেন। কত দিনই বা তাকে মিডিয়া পাড়ায় থাকতে হবে।

সম্প্রতি মিডিয়ায় এক সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ‍গুণী এ নায়িকা। তিনি বলেন স্বামীর ইচ্ছার ওপর নির্ভর করছে অভিনয় জগত।

উল্লে|খ্য, দীর্ঘদিন গোপনে প্রেমের সম্পর্কে ছিলেন কাজল-গৌতম। গত বছরের অক্টোবরের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী।  তবে বিয়ের পর অভিনয় নিয়ে কাজল-কিচলুর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা তা জানা যায়নি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ