14 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » দাবায় যেন অপ্রতিরোধ্য নোবিপ্রবির মোস্তাকিম

দাবায় যেন অপ্রতিরোধ্য নোবিপ্রবির মোস্তাকিম

দাবায় যেন অপ্রতিরোধ্য নোবিপ্রবির মোস্তাকিম

বিএনএ, নোবিপ্রবি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ। সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ঢাকার সাভারে আয়োজিত SCC Rapid Chess Tournament এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি

চ্যাম্পিয়ন হওয়ার অনূভূতি প্রকাশ করতে গিয়ে মোস্তাকিম বলেন, এত ভালো প্লেয়ারদের ভীড়ে চ্যাম্পিয়ন হয়ে নিজের কাছেই স্বপ্নের মতো লাগছে। নোবিপ্রবির শিক্ষার্থী হয়ে একটি উঁচু পর্যায়ের পুরস্কার যোগ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নিজের বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে পুরস্কার পাওয়ার অনূভূতিটা অন্যরকম। স্বপ্ন দেখি নোবিপ্রবি দাবা টিম একদিন বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় দাবা টিম হবে। নিজের সাফল্যের পেছনে রয়েছে বহুদিনের চেষ্টা, পরিশ্রম আর অধ্যবসায় বলেও জানান তরুণ এই দাবাড়ু।

উল্লেখ, মোস্তাকিম Manha’s Castle Team গত ৮ মার্চ জাতীয় ১ম বিভাগ দাবা লীগে প্রথমবার অংশ নিয়েই সারা বাংলাদেশের মধ্যে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

বিএনএনিউজ/শাফি,মনির

Loading


শিরোনাম বিএনএ