29 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোট ডুবে নিহত ২

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোট ডুবে নিহত ২


বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শহরের ডিসি বাংলো ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার জয়পুরহাট থেকে ৬৫ জনের একটি পযটক দল ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় শহরে ফিরছিলেন তারা। এসময় ডিসি বাংলাঘাট এলাকায় হ্রদে ভেসে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে তাদের বোটটির ধাক্কা লাগে এবং সবাই হ্রদে পড়ে যান। এরপর উদ্ধাকারী ফায়ার সার্ভিস দল এবং পুলিশ সব পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হলেও দু’নারী ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজনের নাম হেনা রাণী বর্মন ও পুষ্প রাণী বর্মন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী বোট ডুবে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত এবং শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করা হয়।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ