34 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পৃথক ঘটনায় ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রামে পৃথক ঘটনায় ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রামে পৃথক ঘটনায় ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক ঘটনায় ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় বন্য হাতির আক্রমণে আজিজ ফকির (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এলাকার লোকজন প্রথমবার হাতির দলকে তাড়িয়ে দেয়। কিন্তু ভোরে গ্রামের অন্যপাশ দিয়ে আবারও হাতির দল লোকালয়ে নেমে আসে।

এসময় আজিজ ফকির ফজরের নামাজ পড়তে বের হলে হাতির আক্রমণে মৃত্যু হয়। হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস দিদারুল ইসলাম সিকদার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন অগ্নিদগ্ধ হয়ে ও একজন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মৃত্যুবরণকারীরা হলেন- বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ধীরেন্দ্র সেনের স্ত্রী আলো রাণী সেন (৮০), সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের বাসিন্দা আম্বিয়া খাতুন (৮০) ও ফটিকছড়ির হরিণাদিঘি এলাকার আমিন শরীফ ছেলে আনিসুল ইসলাম (২৩)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে আলো রাণী সেন গত ৩১ জানুয়ারি মোমবাতির আগুনে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন আম্বিয়া খাতুন। আনিসুল ইসলাম গত ২ ফেব্রুয়ারি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এদের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ভোরে চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আলো রাণী সেন ও আম্বিয়া খাতুন মারা যান এবং সকালে সড়ক দুর্ঘটনায় আহত আনিসুল ইসলাম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ