30 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক কারবারি ও ১৬ মামলার আসামি ফাতেমা বেগম ফতুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

তিনি বলেন, পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-৬, বাসা-১৫ বাউনিয়াবাধ এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি ফাতেমা বেগম ওরফে ফতুসহ তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের কাছে গোপন তথ্য আসে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-০৬, বাসা-১৫ বাউনিয়াবাধ, আবুল হোসেনের বাড়ির গেইটের সামনের গলি রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের দুইটি টিম ঘটনা স্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। সে সময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করলে তাদের দুইজনের কাছ থেকে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফাতেমা বেগম ওরফে ফতুর বিরুদ্ধে আগেরও ১৬টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন একাধিকবার। প্রতিবারই জামিনে বের হয়ে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ