বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ১৯ জানুয়ারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর কাগতিয়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৩ হাজার ৫৭০ টাকা ও ৩ সেট তাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো.হাসান (৩০), আব্দুল খালেক বাচা (৩৫), মো. শাহাদাত (৩৭), মো. সায়েম (৪৪), মো. সোলেমান (৩০), মো. শিপন (২৫), মো. খোকন (৩২), রফিকুল ইসলাম (৪০) ও মো. রাসেল মিয়া (২৭)।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হুসেন রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আরেফিন নগর কাগতিয়া মার্কেটের পিছনে রিপনের ঘরে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন