বিএনএ, বিশ্ব ডেস্ক: ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আর এরপরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান এই দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ জয়ের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটারে পোস্টে আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ‘খেলোয়াড় ও প্রযুক্তিগত দলকে ধন্যবাদ। তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।’
পোস্টে আলবার্তো ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে তাকে স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ ও ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে উদযাপন করতে দেখা গেছে।
দ্বিতীয় একটি বার্তায় ফার্নান্দেজ লিখেছেন- ‘আমরা একসঙ্গে, সবসময় ঐক্যবদ্ধ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আর কোনো কথা নেই। ’
উল্লেখ্য, ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়।
বিএনএ/এমএফ