24 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে ব্যাংক ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে১৭

পাকিস্তানে ব্যাংক ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে১৭

পাকিস্তানে ব্যাংক ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে১৭

পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংক ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭জনের মৃত্যু ঘটেছে। শনিবার(১৮ডিসেম্বর) বিকেলের ওই ঘটনায় ব্যাংকটির ভবনের জানালা ও দরজা উড়ে যায়,আশেপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নথিপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপে বহু মানুষ চাপা পড়েন।

করাচি পুলিশের প্রধান অতিরিক্ত আইজি গোলাম নবী মেমনও বলেন, ব্যাঙ্কের নিচে একটি ড্রেনে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি হতে পারে বলে তারা ধারণা করছেন।তবে দেখা যায়, ব্যাংকের কাঠামোটি একটি ড্রেনের উপর তৈরি করা হয়েছিল।”

আরও পড়ুন : তিন বছর পর খুললো মালয়েশিয়ার শ্রম বাজার

শনিবার দুপুরে যখন বিকট শব্দে ব্যাংকভবনে বিস্ফোরণ ঘটে তখন ব্যাংকে কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও বেশ কয়েকজন গ্রাহকও উপস্থিত ছিলেন।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনাকে “বড় ট্র্যাজেডি” বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে টুইটারে এক বিবৃতিতে, হাবিব ব্যাংক জানিয়েছে, “শনিবার বিকেলে আমাদের একটি শাখায় বিস্ফোরণের মতো একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে,”।

সূত্র দি নিউজ। 

Loading


শিরোনাম বিএনএ