23 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বিয়ের দুই মাসেই মা হচ্ছেন নেহা কক্কর!

বিয়ের দুই মাসেই মা হচ্ছেন নেহা কক্কর!

বিয়ের দুই মাসেই মা হচ্ছেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। চলতি বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে হয় এ তার। বিয়ের দুই মাস না যেতেই গুঞ্জন শুরু হয়েছে, মা হতে চলেছেন নেহা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালবেসে তাকে ধরে রেখেছেন রোহন। তাদের দুজনের চোখেমুখে উচ্ছ্বাস। তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে নেহার বেবি বাম্প।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)’। রোহানও এই ছবিটি পোস্ট করেছেন। রোহনপ্রীত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’।

চলতি বছরের আগস্ট মাসে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনপ্রীতের। প্রথম দেখাতেই প্রেম। তারপর আর বেশি দিন অপেক্ষা না করে অক্টোবরেই বিয়ে সারেন তারা।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ