আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩( ICC Men’s Cricket World Cup 2023) এর ফাইনাল খেলা আজ রবিবার(১৯ নভেম্বর) ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যেকার বিশ্বকাপের এ মহারণ শুরু হবে বেলা আড়াইটায়।
ভারত যেভাবে ফাইনালে
ঘরের মাঠে বিশ্বকাপ। তবে এতটা কেউ ভাবেনি অপরাজিত থাকার রেকর্ড নিয়ে স্বাগতিকরা ফাইনালে খেলবে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসেবে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ফাইনালে ওঠা ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে দিয়ে ভারত লক্ষ্য পেরিয়ে যায় ৬ উইকেট আর ৫২ বল হাতে রেখে।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। বাবরদের দেয়া ১৯২ রানের লক্ষ্য ১৯.৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। বাংলাদেশের বিপক্ষেও জয় সমান ব্যবধানে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় ১০০ রানে। শ্রীলঙ্কাকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নেয় ৩০২ রানের রেকর্ড ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকাকেও উড়িয়ে দেয় ২৪৩ রানে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারায় স্বাগতিক ভারত।
সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়েতে বিশ্বকাপ নক আউট পর্বের সর্বোচ্চ ৩৯৭ রান তুলে কিউইদের হারায় ৭০ রানে।
অস্ট্রেলিয়া যেভাবে ফাইনালে
আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩( ICC Men’s Cricket World Cup 2023) এ অস্ট্রেলিয়ার শুরুরা খুব বাজে ছিল। স্বাগতিক ও ফাইনালের প্রতিপক্ষ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যায়। ধাক্কা খায় দ্বিতীয় ম্যাচেও। দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় ১৩৪ রানে।
প্রথম ২ ম্যাচে হারার পর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া দল। পরের ৭ ম্যাচের সবগুলোতে জয় নিয়েই নিশ্চিত করে সেমিফাইনাল হয়ে ফাইনালে পা বাড়ায়।
জয়ের সিরিজ শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতে। এরপর পাকিস্তানের বিপক্ষে ৬২ ও পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের রেকর্ড জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া দল।
নিজেদের অষ্টম ম্যাচে আফগানিস্তানকে হারায় অজিরা। লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়েছে ৮ উইকেটে। ওঠে যায় সেমিফাইনালে।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানে আটকে দিয়ে ৩ উইকেটের জয় তুলে নিশ্চিত করে অষ্টমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল খেলা।
অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে, ভারত ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জয়ী হয়।
সেরাদের চূড়ান্ত লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়া দল। ভারত তৃতীয় ও অস্ট্রেলিয়া ষষ্ঠ বারের মত শিরোপা জিততে চায়। তবে রোহিত না কামিন্স এর দল শেষ হাসি হাসবে আজ রাতেই দেখা যাবে।
বিএনএনিউজ২৪,ICC Men’s Cricket World Cup final, জিএন