17 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

বিএনএ,স্পোর্টসডেস্ক : বিরাট কোহলিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাফটিলের। শুক্রবার(১৯ নভেম্বর) রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির খেলায় এই রেকর্ড করলেন তিনি।

কোহলি থেকে ১০ রান পিছিয়ে ছিলেন গাপটিল। ম্যাচের প্রথম ওভার করতে আসে ভুবনেশ্বর কুমার । এই ওভার থেকে ১৪ রান করলে বিরাটকে টপকে যান এই কিউই ব্যাটার।

শেষ পর্যন্ত ১৫ বলে ৩১ রান করে দীপক চাহারের বলে আউট হন তিনি।

৩২৩১ রান নিয়ে এক নম্বরে আছে মার্টিন গাপটিল

৩২২৭ রান নিয়ে দুইয়ে বিরাট কোহলি।

৩০৮৬ রান নিয়ে তিনে রোহিত শর্মা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ