বিএনএ ঢাকা: বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আইন অনুযায়ীই সরকারের অনুমতি পেতে পারেন বলে দাবি করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে বিএনপি চেয়ারপার্সনকে বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি ।
শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর বিষয়ে সংসদে আইনমন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয়। সরকার চাইলেই ৪০১ ধারায় তাকে জামিন বা বিদেশে চিকিৎসার সুব্যবস্থা করতে পারে। ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিহিংসা ও দম্ভের কারণে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার অবস্থা এখন খুবই নাজুক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি খালেদা জিয়াকে জীবন থেকেও সরিয়ে দিতে সরকার ষড়যন্ত্র করছে। আর সে কারণেই তারা বিএনপি চেয়ারপার্সনকে এই সুযোগটা দিতে চাচ্ছে না বলে দাবি করেন মির্জা ফখরুল।
এছাড়া, খালেদা জিয়াকে মুক্ত করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি